Timeঃ---

CSE Department -2020

CSE Department -2020এখানে তোমাদের কাঊকে ভয় পাওয়ার কোনো কারন নেই।সবাই তোমাদের বড় ভাই ,বোনের মতো।

রাজশাহী ইউনিভার্সিটি তে সবগুলো ডিপার্টমেন্ট এর চেয়ে আমাদের এই ডিপার্টমেন্ট সব থেকে ডিফারেন্ট বলছি সব দিক থেকে।

আমরা যে সমস্যা গুলোর সম্মুখীন হয়েছি নিশ্চয়ই আমরা তোমাদের সেগুলোর সম্মুখীন হতে দেব না।তোবে মনে রাখবে বড়রা তোমাদের কাছ থেকে শুধু সম্মানটুকু চায়।পথে -ঘাটে-মাটে যেখানে পাবে তাদের সেখানেই তাদের সম্মান বিনিময় করবে।এমনকি কারো সাথে যদি আকাশ পথেও দেখা হয় সেখানেও তাদের সালাম দিবে।
সম্মানের বিনিময়ে তোমরা নিশ্চয়ই অনেক সুফল পাবে।

আমাদের ডিপার্টমেন্ট এর স্যারেরা বন্ধুত্বপূন আচরণ করেন।যেকোনো সমস্যা যেকোনো সময় নক দিয়ে সল্ফ করে নিতে পারো আর আমাদের স্যারেরাও তাই চায়।
এটা এমন একটা ডিপার্টমেন্ট যেখানে সবাই সব কিছু আগে থেকে শিখে আসে নাহ।আর সবাই ইংলিশ মিডিয়াম থেকেও আসো নাই।অনেক সময় অনেক কিছুই তোমরা বুজবে নাহ।এই সব বুজানোর দায়িত্ব আমাদের সিনিয়রদের।নিজের জড়তাকে কাটিয়ে তোলো,আর তোমাদের বড়দের সাথে মিশতে শিখো নিশ্চয়ই তোমরা তাদের কাছ থেকে অনেক অজানা তথ্য শিখতে পারবে।

আর একটা সমস্যা প্রায় লক্ষ্য করেছি ছেলে-মেয়েরা খুব ডিপ্রেশনে পড়ে যায় ১-১ পযায়ে এসে।আমিও পড়েছি অনেকবার, বিষণ ভয়ও পেয়েছি।কি করবো আর কি করবো নাহ।মনে হচ্ছে কিছুই জানি নাহ।আসে পাশে দেখবে অনেকেই অনেক কিছু আগে থেকেই জানে।তবে তাদের দেখে ভয় পাওয়ার কোনো কারণ কেউ।কেঊ কারো মতো হতে পারে নাহ।নিজের জায়গা থেকে তোমাদের চেস্টা করতে হবে।এটা তোমাদের মনে আছে যারা সফল হয়েছে অধিকাংশই তারা ছিলো ব্যাক বাঞ্চার। এখানে যারা এসেছো তারা কিন্তু সবাই স্কুল কলেজে প্রথম কিংবা দিতিয় ছিলো নাহ।তবে যারা লেগে ছিলো শত সংগে
তারা কেবল তাদেরি সপ্ন জয় হয়েছে। 
সৌভাগ্য হয়েছে তোমাদের এখানে আশার।
আবারও বলেছি লেগে থেকো।তুমি সপ্ন দেখবে না,স্বপ্ন তোমাদকে দেখে নিবে।

----(সুজন প্রধান) রাজশাহী ইউনিভার্সিটি কম্পিউটারে সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং।


Post a Comment

Previous Post Next Post