Timeঃ---

১ম অধ্যায় (২য় পত্র): তাপগতিবিদ্যা

📖১ম অধ্যায় (২য় পত্র): তাপগতিবিদ্যা
✅ভর্তি পরীক্ষায় সর্বাধিক আসা গুরুত্বপুর্ণ MCQ and shortcut solve

১)0°C তাপমাত্রায় 273 kg বরফকে 0°C তাপমাত্রার পানিতে রুপান্তর করা হলে এন্ট্রপির পরিমান কত হবে?(বরফ গলনের সুপ্ততাপ 3.36x10⁵ J/kg)
উঃ 3.36x10⁵ J/kg
[dS=mL/T = (273x 3.36x10⁵)/273
                  = 3.36x10⁵ J/kg]

২)ফারেনহাইট স্কেলে কোন বস্তুর তাপমাত্রা 50°F হলে, কেলভিন স্কেলে ঐ বস্তুর তাপমাত্রা কত?
উঃ 283K
[ (F-32)/9 = (K-273)/5
  (50-32)/9 = (K-273)/5
   (18x5)/9 = K-273
  K= 273+10 = 283]

৩)একটি কার্নো ইঞ্জিন 800K ও 400K তাপমাত্রায় যে দক্ষতার কাজ করে, ঠিক সমদক্ষতার কাজ করে T ও 900K তাপমাত্রায়। T এর মান কত?
উঃ 1800K
[ 400/800 = 900/T
  T= 900x2 = 1800]

৪)সমচাপে ও 17°C তাপমাত্রায় 2 লিটার বায়ুকে 3 লিটার আয়তন করার জন্য তাপমাত্রা কত হবে?
উঃ 162°C
[ V₁/T₁ = V₂/T₂
  2/290 = 3/T₂
  T₂= 435K = 162°C]

৫)কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেল একই পাঠ দেয়?
উঃ -40°
[ let, C=F= x

C/5 = (F-32)/9
x/5 = (x-32)/9
x= -40°]

৬)কোন তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন স্কেলে একই মান পাওয়া যায়?
উঃ 574.25
[ let, F=K=x

(F-32)/9 = (K-273)/5
(x-32)/9 = (x-273)/5
5x-160 = 9x-2457
x= 574.25]

৭)কার্নো ইঞ্জিনের দক্ষতা শতভাগ পেতে হলে গ্রাহকের উষ্ণতা হবে-
উঃ 0K
[ η= (1- T₂/T₁) x 100%
     = (1- 0/T₁)x100%
     = 1x100% =100%]

৮)একটি কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা 227°C এবং তাপ গ্রাহকের তাপমাত্রা 27°C হলে ইঞ্জিনটির দক্ষতা কত?
উঃ 40%
[ η= ((T₁-T₂)/T₁) x 100%
     ={(500-300)/500}x100%
     = 200x100/500 = 40%]

৯)একটি কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা 400K। এই তাপমাত্রায় উৎস থেকে এই ইঞ্জিন 836J তাপ গ্রহন করে আর সিংকে 627J তাপ বর্জন করে। তাহলে এ ইঞ্জিনের দক্ষতা-
উঃ 25%
[ η= ((Q₁-Q₂)/Q₁) x 100%
    = {(836-627)/836}x100%
    =25%]

১০)33% কর্মদক্ষতা সম্পন্ন একটি তাপ ইঞ্জিনে 9x10⁴ J তাপশক্তি সরবরাহ করা হলো। ইঞ্জিনটি কতটুকু তাপশক্তিকে কাজে রুপান্তর করতে পারবে?
উঃ29700 J
[ W= Qη
     =9x10⁴ x 33/100 
     = 29700 J ]

✅গুরুত্বপূর্ণ তথ্যসমূহঃ
⭐️PVʸ = ধ্রুবক; সমীকরণটির লেখচিত্র পরাবৃত্ত
⭐️তাপের যান্ত্রিক সমতার CGS একক 4.2 x 10⁷ erg/cal
⭐️1 cal = 4.2 x 10⁷ erg
⭐️তাপ ও গতিবিদ্যার ১ম সুত্র তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে।
⭐️γ এর মান এক পরমানুক এর জন্য 1.66
                 দ্বিপারমানুক এর জন্য 1.40
                 বহুপারমানুক এর জন্য 1.33
⭐️খুব ধীরে ধীরে সংঘটিত করলে সমোষ্ণ পরিবর্তন প্রত্যাগামী হয়
⭐️অপ্রত্যাগামী প্রক্রিয়া হঠাৎ এবং স্বতঃস্ফুর্ত ভাবে সংগঠিত হয়।
⭐️বৈদ্যুতিক রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে তাপের সৃষ্টি হয়।
⭐️এনট্রপি হল বিশৃংখলার পরিমাপক।
⭐️মহাবিশ্বের এনট্রপি দিন দিন বাড়ছে।
⭐️এনট্রপির একক J/K 
⭐️রুদ্রতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে
⭐️পানি, বরফ ও জলীয় বাষ্প 273.16K তাপমাত্রায় এক সঙ্গে থাকতে পারে
⭐️রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক হল, PVʸ= constant
⭐️সমোষ্ণ প্রক্রিয়ায় চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক হল, PV= constant
⭐️আপেক্ষিক তাপের SI একক Jkg⁻¹K⁻¹
⭐️বজ্রপাতের সময় 3000 C তাপমাত্রা সৃষ্টি হয়

✏️ কোনোটা না বুঝলে কমেন্টে প্রশ্ন করতে পারো

মেনশন | শেয়ার

Post a Comment

Previous Post Next Post