📖১০ম অধ্যায়ঃ আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব
✅ভর্তি পরীক্ষায় সর্বাধিক আসা গুরুত্বপুর্ণ MCQ and shortcut solve
১)স্বাভাবিক চাপে কোনো হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসার সময় বাতাসের আয়তন 3 গুন হয়। হ্রদের গভীরতা কত?
উঃ 20.7m
📝[ h= 10.34 x (n-1) = 10.34 x 2 = 20.7]
২)স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেন ও হাইড্রোজেনের মূল গড় বর্গবেগের অনুপাত কত?
উঃ 1:4
📝[ C(O)/C(H) = √m(H)/√m(O)
= √(2/32) =√1/16 = 1/4
∴C(O) : C(H)= 1:4]
৩)একটি কনার স্বাধীন মাত্রার সংখ্যা 5 হলে শক্তির সমবিভাজন নীতি অনুযায়ী কনাটির মোট শক্তি কত?
উঃ 5KT/2
৪)কোন আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে দ্বিগুন করা হলে তার অনুগুলোর rms বেগ কত গুন বৃদ্ধি পায়?
উঃ √2 অথবা 1.41
📝[ C₂/C₁ = √(T₂/T₁)= √(2T₁/T₁)= √2
∴C₂= √2 C₁]
৫)T তাপমাত্রার আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটি অনুর গতিশক্তি -
উঃ 3KT/2
৬)স্থির চাপে 27°C তাপমাত্রার 2 Litre বাতাসের আয়তন 4 Litre করতে হলে উত্তপ্ত করে যে তাপমাত্রায় নিতে হবে-
উঃ 327°C
📝[T₂/300 = 4/2
T₂= 600K = 327°C]
৭)27°C তাপমাত্রার প্রতি গ্রাম অনু হিলিয়াম গ্যাসের গতিশক্তি হবে-
উঃ 3735 J
📝[ E=3RT/2 = 3x8.3x300/2 = 3735]
৮)গ্যাসের আয়তন গুনাংক 6x10³ N/m², গ্যাসের আয়তন 10% কমাতে হলে অতিরিক্ত কি পরিমান চাপ প্রয়োগ করতে হবে?
উঃ 600 N/m²
📝[∇p= 6x10³x10% =600]
৯)32K তাপমাত্রায় অক্সিজেনের rms বেগ কত?
উঃ √(3R)
📝[C = √(3Rx32/32) =√(3R)
১০)কোন একদিন শিশিরাংক 10°C, আপেক্ষিক আদ্রতা 70% হলে ঐ দিনের বায়ুর সম্পৃক্ত বাষ্পচাপ কত?(10°C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ 14 mmHg)
উঃ 20mmHg
📝[ R= f/F x 100%
F = f/R x 100% = 14x100/70 = 20]
✅গুরুত্বপূর্ণ তথ্যসমূহঃ
⭐️-273.16°C বা 0K বা -459.67F তাপমাত্রাকে পরম শুন্য তাপমাত্রা বলে।
⭐️প্রমান চাপ = 760mmHg
= 1.013x10⁵ Nm⁻² অথবা Pa
= 1 atm
⭐️R এর SI একক = 8.31 JK⁻¹mole⁻¹
CGS পদ্ধতিতে = 8.31x10⁷ ergK⁻¹mole⁻¹
⭐️গড়মুক্ত পথ তাপমাত্রার সমানুপাতিক, চাপ ও গ্যাসের ঘনত্বের ব্যস্তানুপাতিক এবং অনুর ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক।
⭐️পানি ভর্তি একটি বিকারের মধ্যে এক টুকরো বরফ ভাসমান থাকলে বরফ গলার পর পানির লেভেল সমান থাকবে।
⭐️স্বাভাবিক তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন অনুর গড় মুক্ত পথ প্রায় 10⁻⁷
⭐️গ্যাসের অভ্যন্তরীন শক্তি তাপমাত্রার উপর নির্ভর করে
⭐️আপেক্ষিক আর্দ্রতা 100% হলে শিশিরাংক বায়ুর তাপমাত্রার সমান হবে।
⭐️উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরন করে।
⭐️গ্যাসের গতিতত্ত্ব অনুসারে 0K তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শুন্য।
⭐️তাপমাত্রা হ্রাস পেলে কোনো স্থানের জলীয় বাষ্প ধারন ক্ষমতা হ্রাস পায়।
⭐️এক পরমানুক গ্যাসের স্বাধীনতার মাত্রা 3 টি
দ্বি-পরমানুক গ্যাসের স্বাধীনতার মাত্রা 5 টি
বহু-পরমানুক গ্যাসের স্বাধীনতার মাত্রা 6 টি
⭐️সিক্ত ও শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাঠের ব্যবধান হঠাৎ কমে যাওয়ার অর্থ ঝড় হতে পারে।
⭐️বাতাসে শতকরা জলীয় বাষ্পের পরিমান 0.8%
⭐️পানির ঘনত্ব সবচেয়ে বেশি 4°C তাপমাত্রায়
✏️ কোনোটা না বুঝলে কমেন্টে প্রশ্ন করতে পারো
📌আগের অধ্যায়গুলোর পোস্টগুলো যারা দেখনি, তাদের জন্য কমেন্ট বক্সে লিংক দেওয়া হয়েছে।
📣মেনশন | শেয়ার