Timeঃ---

৭ম অধ্যায়ঃ পদার্থের গাঠনিক ধর্ম hsc notes

📖৭ম অধ্যায়ঃ পদার্থের গাঠনিক ধর্ম
✅ভর্তি পরীক্ষায় সর্বাধিক আসা গুরুত্বপুর্ণ MCQ and shortcut solve

১) একটি তারের উপর টান F হলে দৈর্ঘ্য বৃদ্ধি হয় x. তারটি হুকের সুত্র মেনে চলে এবং তারের উপাদানের ইয়ং এর গুনাংক Y হয় তবে তারের সঞ্চিত বিভব শক্তি কত?
উঃ ½ Fx
📝[W= ½ x বল x দৈর্ঘ্য বৃদ্ধি]

২) 1m দীর্ঘ ও 10⁻² cm² প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারকে 2kg  ওজন দ্বারা টানা হল। তারুটির দৈর্ঘ্য বৃদ্ধি নির্নয় কর। (Y=2x 10¹¹ Nm⁻²)
উঃ 9.8 x 10⁻⁵ m
📝[Y=FL/Al
   l=mgL/YA
   = (2x 9.8x 1)/(2x 10¹¹ x 10⁻² x 10⁻⁴)
   =9.8 x 10⁻⁵ m]

৩) একটি কাঁচ পৃষ্ঠের উপর পানি ঢাললে তা যতটা ছড়ায় দুধ ততটা ছড়ায় না। এর কারণ-
উঃ পৃষ্ঠটান
📝[ দুধের পৃষ্ঠটান এবং সান্দ্রতা উভয়ই পানি অপেক্ষা বেশী। তাই দুধ কাঁচ পৃষ্ঠে কম ছড়ায়]

৪) তরলের ক্ষেত্রে সান্দ্রতা সহগের সঙ্গে তাপমাত্রার সম্পর্ক-
ক)η∝  √T    খ) η∝ T    গ) η∝ T²    ঘ)None of these
Ans: ঘ)None of these
📝[তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সান্দ্রতা সহগের মান হ্রাস পায়
*তরলের ক্ষেত্রে log η∝ 1/T
*গ্যাসের ক্ষেত্রে η∝  √T]

৫) একটি 1m তারের ব্যসার্ধ 0.5m. ঐ তারে বল প্রয়োগ করলে 0.02m দৈর্ঘ্য বৃদ্ধি পায়, কিন্তু ব্যাসার্ধ 0.05m কমে যায়। পয়সনের অনুপাত কত?
উঃ 5
📝[σ = dL/Dl = (0.05x 1)/(0.5x 0.02) = 5]

৬) একই উপাদানের তৈরী ২য় তারের দৈর্ঘ্য ১ম তারের দৈর্ঘ্যের দ্বিগুন কিন্তু ব্যাসার্ধ ১ম তারের অর্ধেক হলে ও সমান ভার প্রয়োগ করলে ২য় তার ১ম তারের দৈর্ঘ্য প্রসারণের অনুপাত কত?
উঃ 8
📝[l₂/l₁ = A₁L₂/A₂L₁ = (Ax 2L)/(A/4 xL) = 8]

৭) সাবান পানির পৃষ্ঠটান 3x 10⁻² Nm⁻¹. একটি সাবান পানির বাইরের ও ভিতরের চাপের পার্থক্য 4Nm⁻² হলে বুদবুদটির ব্যাস কত?
উঃ 6x 10⁻²m
📝[P= 4T/r  
       r= 4T/P = (4x 3x 10⁻²)/4 = 3x 10⁻²

ব্যাস, D= 2r = 6x 10⁻² m]

৮) সংকট তাপমাত্রায় তরলের পৃষ্ঠটান –
উঃ শূন্য

৯) বৃষ্টির বড় একটি ফোটা ভেঙ্গে অনেকগুলো ছোট ফোটায় পরিনত হলে, ফোটা গুলোর সর্বমোট –
উঃ ক্ষেত্রফল বৃদ্ধি পায়

১০) কাঁচ এবং বিশুদ্ধ পারদের বেলায় স্পর্শ কোনের মান –
উঃ 140°

✅গুরুত্বপূর্ণ তথ্যসমূহঃ
⭐️পীড়ন ও স্থিতিস্থাপক গুনাংকের(ইয়ং এর গুনাংক) একক Nm⁻²
⭐️পীড়ন ও স্থিতিস্থাপক গুনাংকের মাত্রা [ML⁻¹T ⁻²]
⭐️সান্দ্রতা সহগের মাত্রা [ML⁻¹T ⁻¹]
⭐️প্রযুক্ত বল তুলে নিলে স্থিতিস্থাপক বলের কারনে সাম্যাবস্থায় ফিরে আসে।
⭐️রাবার অপেক্ষা ইস্পাত বেশী স্থিতিস্থাপক।
⭐️অধিকাংশ ধাতব পদার্থের পয়সনের অনুপাত 0.3(প্রায়)
⭐️কোনো পদার্থের পয়সনের অনুপাত (-1 হতে  0.5) এর মধ্যে হয়।
⭐️সান্দ্রতা গুণাঙ্কের একক kgm⁻¹s⁻¹
⭐️ল্যাপ্লাস সর্বপ্রথম তরলের পৃষ্ঠটানের সরল আনবিক ব্যাখ্যা দেন
⭐️একই পদার্থের বিভিন্ন অনুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল – সংসক্তি বল
 ভিন্ন পদার্থের বিভিন্ন অনুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল – আসঞ্জন বল
⭐️পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তি উভয়ের মাত্রা [MT⁻²]
⭐️তাপমাত্রা বৃদ্ধি পেলে তরলের পৃষ্ঠটান  হ্রাস পায়
 ঘনত্ব বৃদ্ধি পেলে তরলের পৃষ্ঠটান  বৃদ্ধি পায়
⭐️চাপ বৃদ্ধি পেলে তরলের পৃষ্ঠটান  বৃদ্ধি পায়
⭐️স্পর্শকোন 0°<θ<90° হলে তরল কোনো পদার্থকে ভিজাবে
⭐️পানি ও কাচের স্পর্শকোন 8°
 বিশুদ্ধ পানি ও পরিষ্কার কাচের স্পর্শকোন 0°
⭐️আয়তন গুনাঙ্কের বিপরীত রাশি হল সংনম্যতা
⭐️পানির ঘনত্ব 4°C তাপমাত্রায় সবচেয়ে বেশী হয়।

🔐এই অধ্যায়ের সুত্রগুলো বড় হওয়ায় ভর্তি পরীক্ষায় এই অধ্যায় থেকে গানিতিক সমস্যা কম আসে। মুখস্ত জিনিস বেশী আসে। উপরে দেওয়া গুরুত্বপুর্ণ তথ্যাবলি ভালোভাবে মুখস্ত করে ফেলো, আশা করি কমন পাবা।

✏️ কোনোটা না বুঝলে কমেন্টে প্রশ্ন করতে পারো

📣মেনশন & শেয়ার

Post a Comment

أحدث أقدم